আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের হানা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে শনিবার (২৪ জুলাই) ভোরে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ১১৬ কিলোমিটার (৭২ মাইল) গভীর পর্যন্ত আঘাত হেনেছে। এক মিনিট স্থায়ী এই ভূমিকম্পে রাজধানী অঞ্চলের অনেক বাসিন্দা ঘুম থেকে জেগে ওঠেন।

ভলকনোলজি অ্যান্ড সিসমোলজি ইনস্টিটিউটের পরিচালক রেনাতো সলিডাম বলেন, ভূমিকম্পটি গভীর ছিল তাই সুনামি হওয়ার শঙ্কা নেই। ম্যানিলায় এর তীব্রতা ৪ অথবা ৫ দশমিক ছিল। এটি শক্তিশালী হলেও ধ্বংসাত্মক নয়।

বাতাঙ্গাস প্রদেশের দক্ষিণ-পশ্চিম থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় প্যাসিফিক রিং অফ ফায়ারে রয়েছে এবং ঘন ঘন ভূমিকম্পের শিকার হয়।

আরো সংবাদ