আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:০১

যশোরে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ৮ জনের

গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও আট জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এরমধ্যে রেড জোনে ৭ জন এবং ইয়োলো জোনে ১ জনে মৃত্যু হয়েছে। যার মধ্যে যশোর সদরের ৩ জন, বাঘারপাড়া ২ জন, ঝিকরগাছা ১ জন, চৌগাছা ১ জন ও শালিকার ১ জন। যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে বর্তমানে ১২৩ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে। যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৬৩ জন।
গত ২৪ ঘন্টায় যশোরে ৩৩ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে ২৮ জন ছুটি নিয়েছে। যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রেড জোনে ৯১ জন এবং ইয়েলো জোনে ৩২ জন ভর্তি আছে। যার মধ্যে আই সি ইউতে ১১ জন এবং এইচ ডি ইউতে ১১ জন। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আজ মৃত্যু সংখ্যা বেশী।

আরো সংবাদ