আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৫:০১

আটলান্টিকে নৌকাডুবি, ৫২ জন নিখোঁজ

স্পেনের ক্যানারি দ্বীপের কাছে নৌকা ডু্বে ৫২ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। তাদের কেউই বেঁচে থাকার সম্ভাবনা নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার নৌকাটি ডুবে যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে আফ্রিকা থেকে ছেড়ে আসা নৌকাটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ৫৩ শরণার্থী এবং উদ্বাস্তুদের নিয়ে ডুবে যায়।

একটি বাণিজ্যিক জাহাজ ওই নৌকাটিকে ডুবতে দেখলে স্পেনের জরুরি বিভাগকে খবর দেয়। পরে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ডুবন্ত নৌকা থেকে মাত্র ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা গেছে। তাকে ডুবন্ত নৌকাটির একপাশ ধরে থাকতে দেখা যায়।

নিখোঁজদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছে তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। এই পথে প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে বেশিরভাগেরই মৃত্যু হয়।

আরো সংবাদ