আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১০:১৯

১৪ বছর পর আইপিএলের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি

২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অবশেষে ১৪ বছর পর আইপিএলের অধিনায়কত্ব ছাড়লেন তিনি। মাঝে অবশ্য একবার ধোনির পরিবর্তে দলের নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের পঞ্চদশ আসরে অধিনায়ক হিসেবে দেখা যাবে না ধোনিকে।  নতুন অধিনায়ক হলেন রবীন্দ্র জাদেজাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে  চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।
চেন্নাইয়ের তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করবেন জাদেজা। চেন্নাইয়ের হয়ে একবার অধিনায়কত্ব করেছেন সুরেশ রায়না।
আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়কত্ব করছেন ধোনি। তার অধীনে রেকর্ড সংখ্যক ম্যাচ জিতেছে চেন্নাই। ২০৪ ম্যাচে ১২১টি জয় আছে চেন্নাইয়ের। ধোনির নেতৃত্বে নয় বার আইপিএলের ফাইনাল খেলে চেন্নাই। এরমধ্যে চারবার শিরোপা জিতে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে দলকে শিরোপার স্বাদ দেন ধোনি।
অধিনায়কত্ব ছাড়লেও, চেন্নাইয়ের হয়ে খেলে যাবেন ধোনি। চেন্নাইর পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিজের ইচ্ছাতেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। দলকে নেতৃত্ব দিবেন জাদেজা। ২০১২ সাল থেকে চেন্নাইয়ে খেলছেন জাদেজা। চেন্নাইয়ে নেতৃত্ব দেয়া তৃতীয় অধিনায়ক হবেন জাদেজা। এই মৌসুম ও ভবিষ্যতে দলের হয়ে খেলবেন ধোনি।’
২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে হঠাৎ করেই ভারত টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। ২০১৭ সালে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন একবার বিশ^কাপ জয় করা ধোনি। ২০২০ সালে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ধোনি।

আরো সংবাদ