আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:০৫

ইউক্রেনের মারিউপোলে ৫,০০০ বেসামরিক নাগরিক নিহত

রুশসমর্থিত বাহিনী নিযুক্ত মারিউপোলের “নতুন  মেয়র”, বৃহস্পতিবার ঘোষণা করেছেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবরুদ্ধ নগরীতে প্রায় ৫,০০০  বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
বিচ্ছিন্ন ডোনেৎস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন গত বুধবার নগরীর মেয়রের নাম ঘোষণা করেছেন। মেয়র কনস্ট্যান্টিন ইভাশচেঙ্কো বলেছেন, “নগরীর প্রায় ৬০-৭০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।”
রুশ বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে ইভাশচেঙ্কো বলেছেন, ২ লাখ ৫০ হাজার বাসিন্দা মারিউপোল নগরী ছেড়ে চলে গেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ৫,০০০ লোক নিহত হয়েছে। নগরীতে হাজার হাজার লোক হতাহত হয়েছে এবং নগরীর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।
রুশ সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীরা কয়েক সপ্তাহ ধরে মারিউপোল অবরোধ করে রেখেছে কিন্তু তারা ইউক্রেনের প্রচন্ড প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।

আরো সংবাদ