আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:০৩

ওডিসায় রাশিয়ার বিমান হামলায় ৫ জন নিহত : কিয়েভ

ইউক্রেন জানিয়েছে, দেশটির কৃষ্ণ সাগর উপকূলীয় নগরী ওডিসায় শনিবার রাশিয়ার বিমান হামলায় এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে। খবর এএফপি’র।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রেই ইয়ারমাক টেলিগ্রামে দেয়া বার্তায় বলেন, সেখানে রাশিয়ার বিমান হামলায় ‘পাঁচ ইউক্রেন নাগরিক নিহত ও ১৮ জন আহত হন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে তিন মাস বয়সী এক শিশু রয়েছে।’
শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা বলেন, ‘ওডিসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার একমাত্র লক্ষ্য হচ্ছে সন্ত্রাস।’
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার দুইটি টিইউ-৯৫ ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে।
তারা জানায়, ক্যাস্পিয়ান সাগর থেকে এ দুই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে তারা জানায়, অপর চারটি ক্ষেপণাস্ত্র নগরীতে আঘাত হানে। এসবের একটি বেসামরিক অবকাঠামোতে আঘাত হানে।
বিমান বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড ফেসবুকে দেয়া পোস্টে বলেন, ‘দুর্ভাগ্যবশত, দুইটি ক্ষেপণাস্ত্র একটি সামরিক স্থাপনায় ও দুইটি আবাসিক ভবনে আঘাত হানে।’
এরআগে মস্কোর সামরিক বাহিনী সাংস্কৃতিক কেন্দ্র ওডিসা নগরী লক্ষ্য করে অভিযান চালালেও ইউক্রেন তাদেরকে প্রতিহত করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->