আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৪

জনপ্রিয় কৌতুক অভিনেতা ভাদাইমা আর নাই

বর্তমান সময়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা আহসান আলী মারা গেছেন। এই অভিনেতা আবার অনেকের কাছে ভাদাইমা’ নামে পরিচিত ছিলেন৷

আজ রোববার (২২ মে) দুপুরের দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আহসান আলীর শ্যালক জজ আল খবরটি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন । তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান। এছাড়া তার লিভারেও পানি জমেছিল।

জানা যায়, রোববার সকালের টাঙ্গাইলের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু সুস্থ হয়ে আর ফেরা হলো না তার।সেখানেই তার মৃত্যু হয়।

আরো সংবাদ