আজ - শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:৪২

ভারতে পাচারের শিকার এক নারী ছয় বছর পরে বেনাপোলে হস্তান্তর

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১ বাংলাদেশি নারীকে ছয় বছর পর  ট্রাভেল পারমিটে  বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা নারীকে আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর)  বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশি নারীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসা নারী হলেন,বরিশাল জেলার গাজীবাড়ি উপজেলার আম্বুলা গ্রামের ফজলু হকের মেয়ে সুলতানা মনি (২৭)।
এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভালো কাজের প্রলোভনে সীমান্ত পথে দালালের মাধ্যমে সে  ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।
ছয় বছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে সে দেশে  ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশি যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে জানান এনজিও সংস্থ্যার কর্মকর্তারা।

আরো সংবাদ