আজ - সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:৪৩

শীতবস্ত্র নিতে এসে প’দ’পৃ’ষ্টে নি’হ’ত ৩

পশ্চিমবঙ্গের আসানসোলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ির কারণে পদপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। এ পদপৃষ্টের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

স্থানীয় সূত্র জানিয়েছে, কম্বল নেয়ার সময় বিশৃঙ্খলা এবং হুড়োহুড়িতে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) আসানসোলে এসেছিলেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু। এছাড়া এ অনুষ্ঠানে ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুভেন্দুর অনুষ্ঠানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলছিল। শুভেন্দু চলে যাওয়ার পর শীতবস্ত্র নেয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ফলে সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পদদলিত হয়ে নিহত হয় তিন জন ও বেশ কয়েকজন আহত হয়।

এ ঘটনার পর শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পাগলের হাতে দেশলাই পড়লে এ দশাই হবে।

আরো সংবাদ