আজ - শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:১০

যশোরে মটর সাইকেল দুর্ঘটনায় ২জন নিহত।

শার্শার উলাশিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বি পিয়াস হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত পিয়াস উলাশির মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে ও উলাশী বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির ছাত্র।

বুধবার (৮ মার্চ) বিকালে উলাশী বাজারে তার পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেল চালিয়ে আরো একজন আরোহীসহ ঝিকরগাছার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলো। কামারবাড়ী মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল দুটি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গোলাম রাব্বি পিয়াসের।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে পিয়াসের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত