যশোরের অভয়নগরে ভৈরব নদ থেকে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সারাফাত শিকিরহাটের অদূরে শেখ অটো রাইসমিলের সন্নিকটে বালির জাহাজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। নিহতের নাম সারাফাত হোসেন। সে শুভরাড়ার ইউনিয়নের রিজাউল শেখের ছেলে।
এ সময় নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স টিমদের খবর দিলে তাদের ডুবুরি দল ভৈরব নদে নেমে খোঁজাখুঁজি করে। দীর্ঘ ৪ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেশী রবিউল ইসলাম জানান, বেলা ১২ টার সময় সারাফাত ও তার বন্ধুরা মিলে ভৈরব নদে গোসল করতে যায়। তারা সবাই মিলে সাঁতার কেটে নদের উপর বালির জাহাজ এর কাছে পৌঁছায়। পরে তারা জাহাজ থেকে লাফিয়ে আবার এপারে আসার জন্য চেষ্টা করে। কিন্তু বাকি বন্ধুরা ফিরে আসলেও সারাফাত ফিরে আসেনি। পরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স টিমদের খবর দিলে। ওই স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমাদের খবর দেয়া হলে সাথে সাথে খুলনার ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা এসে অনেক খোঁজার পর বিকাল ৩ টায় লাশ উদ্ধার করে।