আজ - শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:০৮

মনিরামপুরে বাইক এক্সিডেন্ট প্রান গেলো যুবকের।

মণিরামপুর উপজেলার  রাজগঞ্জের শয়লার হাটে চলন্ত মোটরসাইকেলের সামনে কুকুর এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নাইম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। ওই যুবক শয়লা গ্রামের  তরিকুল ইসলামের  ছেলে।  বৃহস্পতিবার আনুমানিক বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালিয়ে কেশবপুরের দিক থেকে আসছিল নাইম। এ সময় শয়লারহাট মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে কুকুরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নিম গাছে ও পরে শিশু গাছে ধাক্কা লাগে। মাথায় ও বুকে আঘাত লেগে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম কেশবপুরের হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর অবস্থার অরও অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত