মহেশপুর : মহেশপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক স্কুলছাত্র নাইম ইসলাম (১৪) নিহত হয়েছে। এসময় তার চাচাতো ভাই সালিম হোসেন (১৫) আহত হয়। বুধবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রাইভেটকারকে সাইড দিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এদুর্ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নাইম ইসলাম মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও ভালাইপুর গ্রামের কলেজ শিক্ষক রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ভালাইপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি হাসপাতালের সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নাইম মারা যায়।
নিহতের পিতা রফিকুল ইসলাম জানান, সকালে নাইম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর জানতে পারি সে এক্সিডেন্ট করেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফযেজ উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।