একটি তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ার নুরবানু বিবিকে (৬৮) পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। রোববার রাতে মহেশপুর পৌর এলাকার জমিদারপাড়ায় এ ঘটনা ঘটেছে। প্রতিবেশীরা আহত নুরবানু বিবিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত নুরবানু বিবির ছেলে নজরুল ইসলাম মিঠু জানায়, মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে নজরুল ইসলাম মিঠুর ছেলে মহাসিনকে প্রতিবেশী আব্দুল্লাহ একাধিকবার ফোনে জীবননাশের হুমকি দেয়। পরে বিষয়টি মহাসিন তার পরিবারকে জানালে মহাসিনের পিতা নজরুল ইসলাম মিঠু ও তার মা নুরবানু বিবি আব্দুল্লার বাড়িতে হুমকির বিষয়টি জানতে গেলে নজরুল ইসলাম মিঠু, তার বৃদ্ধ মা নুরবানু বিবি ও নজরুল ইসলাম মিঠুর ছেলে মহাসিনকে পিটিয়ে আহত করে।
এর মধ্যে হাত পা ভাঙা অবস্থায় নুরবানু বিবিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত নুরবানু বিবির ছেলে নজরুল ইসলাম মিঠু।