যশোর জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজাসহ তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অন্য দুজন হলেন, কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস পলাশ এবং নুরপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী লোকমান হোসেন। কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে নানাবিধ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অভিযোগে তাদের আটক করার পর শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিস্তারিত