আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:৫৩

অটোরিকশার ধাক্কায় এক শিশু নি*হ*ত

 

গাইবান্ধার ফুলছড়ির বোচার বাজার এলাকায় অটোর ধাক্কায় ১ শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাদিয়া (৮)। সে জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদ এর মেয়ে।

ঘটনার বিবরনে জানাযায়, উক্ত শিশু তার পিতা-মাতার সাথে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি হতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বোচার বাজার এলাকায় নানার বাড়িতে মামার বিয়ে খাওয়ার জন্য আসে। সকালে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পিছন থেকে একটি ব্যাটারী চালিত ওটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এসময় সে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উদাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এখবর লেখা পর্যন্ত উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে।

আরো সংবাদ