আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩২

অনিশ্চয়তায় যশোর পৌরসভার নির্বাচন

যশোর প্রতিনিধি:  যশোর সদরের ৫টি ইউনিয়নের ৭টি গ্রাম ও একটি ইউনিয়নের পুরোটা যশোর পৌরসভার অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশিত হলেও প্রশাসন সংস্কার ও পুনবির্ন্যাস কমিটির অনুমোদন হয়নি। যার কারণে সম্প্রসারিত সীমানা এখনো পৌর এলাকা হিসেবে স্বীকৃতি পায়নি। পৌরসভার সীমানা চূড়ান্ত না হওয়ায় আসন্ন পৌর নির্বাচন   অনিশ্চিত হয়ে পড়েছে। যশোর পৌরসভার নির্বাচন কবে হবে, সেটা বলতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ১৫ জুন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত গ্রেজেট অনুযায়ী পুরো উপশহর ইউনিয়ন, নওয়াপাড়া ইউনিয়নের নওদাগ্রামের, আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গার ধোপাপাড়া আদদীন পাড়া, ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা, রামনগর ইউনিয়নের রামনগর, মুড়লী ১৬২, মোবারককাঠি ও চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া ৪১৩ মৌজা এখন পৌরসভার সীমানা।

যশোর পৌরসভার সচিব আজমল হোসেন জানান, সীমানা চিহ্নত করে গেজেট প্রকাশ হলেও প্রশাসন সংস্কার ও পুনবির্ন্যাস (নিকাহ) কমিটির অনুমোদন হয়নি। এ কাজ শেষে চিঠি আসার পর ওয়ার্ড বৃদ্ধির কাজ শুরু করা হবে। তারপর নির্বাচন হতে পারে।

জেলা রির্টানিং অফিসার হুমায়ুন কবীর জানান যশোর পৌরসভার নির্বাচন কবে হবে এখন সেটা বলা যাচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়ার পর চিঠি আসলে বলা যাবে।

যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান বলেছেন যশোরের ৬টি ইউনিয়নের বেশ কিছু সীমানা নিয়ে শহর অংশ ঘোষণা করা হয়েছে। সীমানা সম্প্রসারণের বিষয়ে কাজ চলছে। সেখান থেকে চিঠি না আসলে কিছু বলা যাচ্ছে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত