আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:১২

অন্ধকার জগতের গল্প নিয়ে সিনেমা : নায়ক তাহসান, নায়িকা তিশা

ঢাকার অন্ধকার জগতের গল্প নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণ হচ্ছে। মুক্তি আসছে ঈদে। শিরোনাম ‘ডার্ক সাইড অব ঢাকা’। তরুণ পরিচালক রায়হান রাফির পরিচালনায় ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটার। এসব তথ্য সিনেমাপ্রেমীদের কমবেশি জানা।

তবে যেটা অজানা, সেটা হচ্ছে—এই ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন গায়ক থেকে নায়ক বনে যাওয়া অভিনেতা তাহসান খান আর তাঁর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ছোট পর্দার প্রিয় মুখ তানজিন তিশা। এরই মধ্যে দুজন চুক্তি সেরেছেন। শুটিংয়ের তোড়জোড়ও চলছে বেশ দ্রুত গতিতে। ওয়েব ফিল্মটির প্রযোজনা প্রতিষ্ঠান আই থিয়েটারের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

যদিও এখনই গণমাধ্যমের কাছে প্রকাশ্যে এই বিষয়ে কথা বলতে চান না ওয়েব ফিল্মটির পাত্রপাত্রী, সঙ্গে পরিচালকও।

এবারের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহসান রহমান খানের সাতটির বেশি নাটক মুক্তির তালিকায় আছে আর তানজিন তিশার ১৬টির বেশি।

আরো সংবাদ