আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:২৯

অবশেষে নেতৃত্ব ছাড়লেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক হিসেবে শেষ ম্যাচের ঘোষণা দিয়ে দিলেন মাশরাফি বিন মর্তুজা। আগামীকালই জিম্বাবুয়ের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে তিনি শেষবারের মতো মাঠে নামছেন বলে জানিয়ে দিয়েছেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষে ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আগামীতে আরও ভালো কিছুর প্রত্যাশাও করেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।

২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। কিন্তু হাঁটুর চোটে দলের বাইরে চলে যাওয়ার কারণে অধিনায়কত্বটা সেভাবে করতেই পারেননি। ২০১৪ সালে ওয়ানডেতে অধিনায়কত্ব ফিরে পেয়েই সফল তিনি। নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ২০১৫ আর ২০১৯ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ৮৭টি ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত জিতেছেন ৪৯টি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত