আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২৯

অভয়নগর উপজেলা আ.লীগের নবকমিটি গঠন

অভয়নগর প্রতিনিধি :: আজ শনিবার যশোর জেলার অভয়নগর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে এনামুল হক বাবুলকে অভয়নগর আওয়ামীলীগের সভাপতি এবং ওলিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে ০৬ (ছয়) সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করে যশোর জেলা আওয়ামীলীগ।

নওয়াপাড়া ইনষ্টিটিউটে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলনের প্রথম অধিবেশনে সরদার ওলিয়ার রহমানের পরিচালনায় আজকের অধিবেশনে প্রধান অতিথীর বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন। বক্তব্যে এস এম কামাল হোসেন বলেন “আজকের অধিবেশনের প্রধান অতিথি পিযুষ কান্তি ভট্টাচার্য, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সংসদ সদস্য রনজিৎ রায়, সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, অভয়নগর আওয়ামীলীগের আহবায়ক এনামুল হক বাবুল, সরদার ওলিয়ার রহমান, সুশান্ত কুমার দাস (শান্ত) কে নিয়ে আলোচনা করে সমঝোতায় না আসতে পারলে ইলেকশন গ্রহনের সিদ্ধান্ত নেবেন তারা।”

পরে বিকাল ৪.৪০ মিনিটে ২য় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগ সভাপতি জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন। এসময় তিনি অভয়নগর আওয়ামীলীগের নবকমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন এসময় অভয়নগর আওয়ামীলীগ সভাপতি এনামুল হক বাবুল, সহ সভাপতি সানা আব্দুল মান্নান,পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস (শান্ত) এবং সদস্য সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবের নাম ঘোষনা করেন তিনি।

আরো সংবাদ