আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৭:১০

অভয়নগরে ৩জনকে পিটিয়ে হত্যা- গরু চোর বলছে স্থানীয়রা!


স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে গরু চোর সন্দেহে জনতা তিনজনকে পিটিয়ে মেরেছে।
আজ ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি। পুলিশ জানায়, সোমবার ভোর চারটার দিকে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন ‘চোর’ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে যায়। তারা খোরশেদ আলীর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে পিকআপে নিয়ে পালানোর সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। এরপর এলাকার লোকজন চোরদের ধাওয়া করেন। মসজিদের মাইক থেকেও চোরদের ধরার আহ্বান জানানো হয়। প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে তাদের ধরে ফেলেন এলাকাবাসী। তারা আটক ব্যক্তিদের পাশের স্কুলমাঠে নিয়ে গণপিটুনি দেন। এতে সেখানেই দুইজন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

ইউ এন ও‘র প্রতিক্রিয়া

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন মারা গেছে। তাদের সহযোগী আরো তিনজন পালিয়ে গেছেন। গরু তিনটি উদ্ধার করা হয়েছে।

নিহতদের বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে বলে এলাকাবাসী জানিয়েছেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জানিয়ে ওসি বলেন, চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তিনটি গরুও উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত