আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৪২

অ্যাকশন ছবিতে বুবলী

‘পাসওয়ার্ড’ এর পর আবারও অ্যাকশন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শবনম বুবলী। নাম ‘রিভেঞ্জ’। তবে এবার শাকিব খান নয়, বুবলীর বিপরীতে এই ছবিতে দেখা যাবে অভিনেতা জিয়াউল রোশানকে। এরই মধ্যে ‘রিভেঞ্জ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। শিগগিরই এর শুটিং শুরু হবে বলেও জানিয়েছেন নির্মাতা মো. ইকবাল। নতুন এই ছবি প্রসঙ্গে বুবলী জানান, অনেকদিন ধরে নতুন জুটি গড়ে অভিনয় চেষ্টা করে যাচ্ছেন। যাতে করে দর্শকের কাছে নিজেকে ভেঙে নতুন করে তুলে ধরার সুযোগ পাওয়া যায়। সেই ভাবনা থেকেই এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সম্প্রতি নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’ ও রোশানের সঙ্গে ‘চোখ’ নামের দুটি ছবিতে কাজ করেছেন বুবলী। এ দুটি ছবি নিয়ে বুবলী বেশ আশাবাদী। রোশানের বিপরীতে অ্যাকশন ছবিতে অভিনয় নিয়ে বুবলী বলেন, ‘দর্শকের ভালো লাগার কথা ভেবেই ধারাবাহিকভাবে অ্যাকশন ছবি নির্মাণ হচ্ছে। ‘রিভেঞ্জ’ ছবির গল্প ও চরিত্রে যেমন ভিন্নতা আছে, তেমনি থাকছে দারুণ কিছু অ্যাকশন দৃশ্য। যার জন্য এরই মধ্যে রোশান ও আমি প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আশা করছি, ছবির গল্পের পাশাপাশি রোশান ও আমার জুটি দর্শকের মনোযোগ কাড়বে।’

আরো সংবাদ