আজ - বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:৪৪

অ্যাড.কাজী আব্দুস শহীদ লালের জানাজা সম্পন্ন

খানজাহান আলী ডেস্ক ।। বর্ষীয়ান রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবী কাজী আব্দুস শহীদ লাল এর  জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এসময় তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজা শেষে তার মরদেহ যশোর কারবালা কবরস্থানে নিয়ে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ সভাপতি খয়রত হোসেন, সহ সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম,যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বিপু, যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদসহ সাংস্কৃতিক সংগঠন উদীচী ও যশোর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ সকাল ৬টার দিকে তিনি যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, ভাইসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ছাত্রজীবনে তিনি অবিভক্ত ছাত্র ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন (মতিয়া), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ (মোজাফ্ফার), সিপিবি এবং শেষে গণফোরামে যোগ দেন। বছর দশেক ধরে রাজনীতিতে তিনি নিষ্ক্রিয় ছিলেন। এছাড়া যশোর আইনজীবী সমিতির তিনবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি সাংস্কৃতিক সংগঠন উদীচীর সঙ্গে দীর্ঘকাল ধরে সম্পৃক্ত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত