আজ - শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩০

আঃ লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে নীরব লড়াই

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২১ তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে দলের ভিতর নীরব লড়াই। দলের ধানমণ্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিনই নিজেদের অবস্থান জানান দিতে নিয়মিত সময় দিচ্ছেন পদ প্রত্যাশীরা। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়,বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর থেকেই দৌড়ঝাপ শুরু হয়ে গেছে।যদিও ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার আগেই আওয়ামী লীগ সভানেত্রী সম্মেলন যথা সময়ে হওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সম্মেলন সফল করতে আট বিভাগের সাংগঠনিক সফর শুরু করার ঘোষণা দেয় দলটি। এবারের সম্মেলনে পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানক,আব্দুর রহমান ও সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে নিয়মিত পার্টি অফিসে সময় দিতে দেখা যায়।এর বাইরে আলচনায় রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দিপু মনি। তবে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফিরে আসার পর তাকে আর সাধারণ সম্পাদকের দায়িত্বে রাখা হবে না বলে শীর্ষ পর্যায়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সেই হিসেবে অক্টোবরের সম্বেলনে তাদের মধ্যেই আসছে নতুন নেতৃত্ব ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত