আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৫৭

আইনজীবী অপহরণের প্রধান পরিকল্পনাকারী হাবিব মিলন গ্রেফতার

আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল মিলন (৩৩), পিং-এম এ হাকিম, সাং-বারুইহাটি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা অপহরণ সংক্রান্তে যশোর জেলার অভয়নগর থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০২/২০২১ খ্রিঃ, ধারা-৩৬৪/৩৬৫/৩৮৫/৩৮৭/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটি পিবিআই যশোর জেলায় স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই(নিঃ) স্নেহাশিস দাশ এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা প্রকাশ্য ও গোপন তদন্ত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় সংশ্লিষ্ট অভিযুক্ত মোঃ শাহীন শিকদার, আব্দুস সালাম, সুরাইয়া,রাবেয়া সুলতানা রিতু কে গ্রেফতার করে বিভিন্ন তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সকলেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আবু হেনা মোস্তফা কামাল মিলন অপহরণের প্রধান অভিযুক্ত হাবিব মিলন রাজ (২৪) পলাতক ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্নেহাশিস দাশ সঙ্গীয় এসআই ডিএম নুর জামাল হোসেন সহ যশোর জেলার চৌকস দল কর্তৃক পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে গত ৫ই সেপ্টেম্বর রাত ২১.৩০ ঘটিকার সময় দৌলতপুর থানা, কেএমপি, খুলনার সহায়তায় অভিযুক্ত হাবিব মিলন রাজ (২৪) কে খুলনা জেলার দৌলতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত হাবিব মিলন রাজ ঘটনার সহিত জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে। অভিযুক্ত হাবিব মিলন রাজ কে, আজ ৬ সেপ্টেম্বর জনাব শম্পা বসু, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যশোর আদালতে সোপর্দ করা হলে অভিযুক্ত ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত