স্টাফ রিপোর্টার।। শোরের চাঁচড়া ইউনিয়নে ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে।
৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উন্নয়নের ধারা রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে। গতকাল রুদ্রপুর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। প্রধান বক্তা সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, বঙ্গবন্ধু হত্যার পর টানা ২১ বছর দেশ পাকিস্তানের দোসররা পরিচালনা করেছে। দেশে কোন উন্নয়ন হয়নি। দেশে শুধুমাত্র ধ্বংসলীলা হয়েছে।
শেখ হাসিনার টানা ১১ বছরে দেশ মডেল ও আধুনিক হয়েছে। সারাবিশ্বের কাছে দেশের সম্মান ও ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনা প্রান্তিককে ভালবাসেন। তাই তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু।
সম্মেলনে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, সাবেক সহ-সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম-সম্পাদক আয়ুব হোসেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সাবেক দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল,
লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ারুল করীম আনু, শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু ও ছাত্রলীগ নেতা ইমরান হোসেন।
সম্মেলনে ১ নং ওয়ার্ডে টিপু সুলতানকে সভাপতি, কাজী মহসিন হোসেন টিটোকে সহ-সভাপতি, দিবাকর বকশিকে সাধারণ সম্পাদক, প্রভাত কুমারকে যুগ্ম-সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ডে বিদারুল ইসলাম স্বপনকে সভাপতি, সাজ্জাদুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডে রজলুর রহমানকে সভাপতি, রেজাউল ইসরাম রেজুকে সহ-সভাপতি, ফিরোজ হোসেনকে সাধারণ সম্পাদক ও জাকিরুল মিঠুকে যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।