আজ - শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:৩৯

আজ ছাত্রদের মানবশরীর ব্যাখ্যা করছিল ভেরোনিকা!

বিজ্ঞান ক্লাসে এমনিতেই আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। তার ওপর যদি শিক্ষক সহজভাবে বুঝাতে না পারেন তাহলে মহাবিপদে পড়তে হয় শিক্ষার্থীদের। তবে শিক্ষক যদি চান তাহলে কঠিন জিনিসকেই সহজভাবে বুঝে নিতে পারে শিক্ষার্থীরা।

তেমনই একটি উদাহরণ তৈরি করেছেন স্পেনের শিক্ষিকা ভেরোনিকা ডোকিউ।

প্রায় ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন ভেরোনিকা। বর্তমানে তিনি প্রাইমারির বাচ্চাদের বিজ্ঞান, ইংরেজি, স্প্যানিশ ও সমাজবিদ্যা পড়ান। সম্প্রতি স্কুলে মানব শরীরবিদ্যার ক্লাস ছিল তার। সেই ক্লাস নিতে গিয়ে তিনি পরেছিলেন বিশেষ ধরনের এক পোশাক।

সেই পোশাকের মাধ্যমেই ফুটে উঠছে অন্ত্র, পাকস্থলি, ফুসফুস, হৃৎপিন্ড ছাড়াও দেহের বিভিন্ন পেশিতন্ত্র। এই পোশাক সহজেই বুঝিয়ে দিচ্ছে আমাদের দেহের কোথায় কী অঙ্গ কেমন ভাবে রয়েছে।

ভেরোনিকার এই বিশেষ সাজের ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন তার স্বামী মাইকেল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ ছাত্রদের মানবশরীর ব্যাখ্যা করছিল ভেরোনিকা। তাকে স্ত্রী হিসাবে পেয়ে আমি খুব গর্বিত।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত