আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৮

আপন ভায়ের বিরুদ্ধে বড় ভাইকে হ,ত্যা চেস্টার অভিযোগ।

যশোরে আপন ভাইয়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন মেজভাই জসিম উদ্দিন নামে এক ব্যক্তি। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সাহায্য প্রার্থনা করেছেন তিনি।

বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই সাংবাদ সম্মেলনে জসিম উদ্দিনের স্ত্রী ছালমা আক্তার, সেজ ভাই রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী শ্যামলী আক্তার উপস্থিত ছিলেন।

জসীম উদ্দীন জানান, যশোর শহরের বিমানবন্দর সড়কে একটি মেস তৈরী করে ভাড়া দেন তিনি কিন্তু তার ৬ নম্বর ভাই রেজাউল এবং ৭ নম্বর ভাই নাসিম মেস ভাড়ার টাকা উঠিয়ে নিয়ে আত্মসাৎ করে । তিনি এই ঘটনার প্রতিবাদ করলে তাকে বিভিন্ন রকম ভয় ভীতি দেখান তারা। তার অংশ হিসেবে গত ২১ নভেম্বর কৌশলে গাড়ি চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয় বলে তিনি অভিযোগ করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত