আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:০২

“আমি গরীব দুঃখীদের সেবা করতে পারলেই খুশি হই।” – রিয়াজুল ইসলাম খান রাসেল

মোঃ মহিউদ্দিন সানি।। আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জগন্নাথপুর দক্ষিণ পাড়াস্থ কর্মী- সমর্থকদের আয়োজিত অনুষ্ঠানে অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন আসন্ন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান সফল চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।


তিনি তার বক্তব্যে বলেন- বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমি সবসময় মানুষের পাশে আমি ছিলাম, আছি এবং থাকবো। আমি গরীব দুঃখীদের সেবা করতে পারলেই খুশি হই। আসন্ন নির্বাচনে আমি পুনরায় দলের মনোনীত প্রার্থী হয়ে আধুনিক ও উন্নত ইউনিয়ন গঠনের ধারাবাহিকতা অব্যহত রাখতে চাই।

বক্তারা বলেন, বতর্মান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল গত পাঁচ বছরে শিল্পনগরী বসুন্দিয়া ইউনিয়নে অভুতপূর্ব উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো রাসেলকেই নৌকার পক্ষে প্রার্থী হিসেবে দেখতে চাই।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল মাজেদ মোল্যা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান খান, সাবেক যুবলীগের সহসভাপতি শেখ ফারুক, অর্থ বিষয়ক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, যুবলীগ নেতা অলিয়ার রহমান, সিরাজুল ইসলামসহ স্থানীয় অনেক প্রবীণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত