আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪৯

আরবপুর ইউনিয়ন যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় আরবপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় আরবপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর গঠন করার জন্য যে স্বপ্ন নিয়ে যুবলীগ গঠন করেছিলেন বঙ্গবন্ধুর সেই দর্শন ও আদর্শকে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনে যুবলীগকে অগ্রানী ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরে ছিলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ যুবকদের ছাড়া কোন ভাবেই পুর্নগঠন করা সম্ভব নয়। তার দুরদর্শি চিন্তা চেতনা থেকেই তিনি ১৯৭২ সালের ১১ই নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা করেন। যুবলীগকে পদ পদবীর দিকে না ঝুকে বন্ধুবন্ধুর ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গঠনে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আরবপুর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড সভাপতি ফারুক খান।

সভায় আরও উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন খোকন, দপ্তর সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ যশোর জেলা শাখা, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক একরামুল কবির রবিউল, আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূর ইসলাম নূর, মকবুল হোসেন।

আরবপুর ইউনিয়ন যুবলীগের ১ নং ওয়ার্ড সভাপতি রমিজউদ্দীন বাবু, ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলতাফ হোসেন, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি কালিম, ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ফজলুর রহমান জনি, ৭ নং ওয়ার্ড সভাপতি ফিরোজ মোল্ল্যা, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাজমুল সর্দার, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জসিম গাজী, যুবলীগ নেতা তফেল বাবু, আশরাফুল ইসলাম আশা, সুমন, রবিউল ইসলাম মিন্টু, শুকুর আলী, সোহেল, লালু, রিপন গাজী, গোপাল, বিপুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ