আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০১

আরবপুর ইউনিয়নের নির্বাচনী বেসরকারী ফলাফল নৌকা =১৫,২২৫, ধানঃ৫২৬ ভোট।

আজ উৎসবমুখর পরিবেশে শেষ হল যশোর সদর উপজেলা চেয়ারম্যান উপনির্বাচনের ভোট। বেসরকারি ভাবে আরবপুর ইউনিয়ন থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আরবপুর ইউনিয়নের নির্বাচনী বেসরকারী ফলাফলে জানা যায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নিরা নৌকা মার্কায় পেয়েছে ১৫,২২৫ ভোট। এবং তার বিপরীতে ধানের শীষ প্রার্থী নুর নবী বি.এন.পির প্রার্থী পেয়েছে ৫২৬ ভোট।

ওয়ার্ড নং অনুযায়ী ফলাফল।
১= নৌকা ৭০৮ ধানঃ ২৪
২নং=নৌকা ১৫৩০ ধানঃ৫৩
৩নং=নৌকা ২৫৩৪ ধানঃ৪৯
৪নং=নৌকা ৩২০০ ধানঃ১৮
৫নং=নৌকা ১৭৯৫ ধানঃ৯৮
৬নং=নৌকা ১৮৮২ ধানঃ১৩৫
৭নং =নৌকা ১৮৩০ ধানঃ৬৯
৮নং =নৌকা ৭০৩ ধানঃ৪৩
৯নং =নৌকা১০১৩ ধানঃ৩৯
সর্বমোট নৌকা পেয়েছে ১৫,২২৫ ভোট। এবং ধানের শীষ প্রার্থী পেয়েছে ৫২৬ ভোট।

আরো সংবাদ