আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:০২

আরবপুর মাতৃত্বকালীন ভাতা কার্যক্রম উদ্বোধন করেন শাহারুল ইসলাম

যশোর আরবপুর ইউনিয়ন দুস্থ নারীদের মাঝে  মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আরবপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বসে ইউনিয়নের ৮৪ জন দুস্থ নারীদের মাঝে মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলার সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম।

২০১৯-২০ অর্থবছরে  আরবপুর ইউনিয়ন ৮৪জন নারীর প্রতিজনকে ৯৬০০ টাকা একসাথে প্রদান করার মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়। প্রতিমাসে ৮০০ করে তিনমাস পর পর ২৪০০ টাকা করে একজন নারী ২ বছরে মোট ২৮,৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা হিসাবে ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।

বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিল,
ইউনিয়ন পরিষদের সচিব ডালিয়া, সংরক্ষিত আসনের ইউপি সদস্য কেয়া, চায়না, পরিষদের ডিজিটাল সেন্টার পরিচালক আরিফ, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় যশোর সদর উপজেলার সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম সকল নারীদের উদ্দেশ্যে বলেন, মানবতার মা উপাধি খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু সবল জাতি গঠনের জন্য সকল দরিদ্র মায়েদেরকে প্রতিবছর মাতৃত্বকালীন ভাতা দিয়ে থাকেন। যাতে মায়েরা এই টাকা দিয়ে ফলমূল, পুষ্টিকর ও ভিটামিন যুক্ত ভাল খাবার খেতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই টাকা দিয়ে ভালো খাবার খাবেন নিজের যত্ন নিবেন। অন্য কোন কাজে ব্যায় করবেন না যেমন কিস্তি দেওয়া, মোবাইল কেনা ইত্যাদি। তিনি এসময় আরও বলেন সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন সবসময় সুস্থ থেকে রাষ্ট্র পরিচালনা করে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে পারেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত