আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪৯

আরবপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে আরআরএফ সংস্থার শিক্ষা বৃত্তি প্রদান

বিশেষ সংবাদদাতা ।। সংস্থার ঋণ কার্যক্রমের আওত্তায় উপকারভোগী পরিবারের কৃতি সন্তানদের মাধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেছে রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ)।

২২ জুন (মজ্ঞলবার) সকালে আরবপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১২ হাজার টাকা করে তুলে দেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) এর সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোন এর সহকারি পরিচালক মোঃ নাসিম হাসান।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক জেসমিন নাহার, আঞ্চলিক ব্যবস্থাপক, হাসিবুল ইসলাম, ইউপি সদস্য শওকত আলী, উজ্জল রহমান, মহসিন সরদার, মামুনুর রশিদ, সালমা পারভীন কেয়া প্রমুখ।

সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় উপকার ভোগী পরিবারের কৃতি সন্তানদের মধ্যে প্রতিষ্ঠানটি প্রতিবছর এ ধরণের শিক্ষা বৃত্তি প্রদান করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত