আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫৮

আরবপুরে চেয়ারম্যান পাড়ায় ১৫০ পরিবারকে শাহারুল ইসলামের যৌথ সহায়তা প্রদান।

মুনতাসির মামুন।। করোনার প্রভাবে সারা বিশ্বে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। বাদ পড়েনি বাংলাদেশও। নতুন কেউ যেন করোনা আক্রান্ত না হয় সে লক্ষ্যে সাধারন মানুষকে ঘরে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন সরকার। ফলে খেঁটে খাওয়া মানুষ, দিনমজুর, কর্মহীন হয়ে পড়েছে। অনাহারে অর্ধাহারে দিন গুজরান করছেন তারা।

মানবেতর এমন জীবন যাপন দেখতে চাননি যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম ।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে আরবপুরের ২ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় ১৫০ পরিবারের মাঝে যৌথ উদ্যোগে ৭৫০ কেজি চাউল বিতরণ করেছেন ইউনিয়নটির চেয়ারম্যান শাহারুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুবিনা পারভিন চায়না, সম্পাদক আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান, মোঃ লিটন, আবু সালেক, রবিউল ইসলাম বুলু প্রমূখ।

এদিকে বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁদেরও সার্বিক খোঁজ খবর রাখছেন লাইফ । তিনি বলেন মালিকের উপর ভরসা করে দিনরাত গুজরান করছি মানুষের সেবায়। মালিক যদি অনাহারী অর্ধাহারীর রিজিক আমার হাত দিয়ে কবুল করেন তবে আমার ইউনিয়নে একজন দরিদ্র মানুষও না খেয়ে মারা যাবেনা। মানুষের সেবা করতে পদ পদবী বা চেয়ারের দরকার পড়েনা। মন থাকলেই যথেষ্ট।

শাহারুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি। একই সাথে বিপন্ন মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান শাহারুল ইসলাম।

আরো সংবাদ