আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৬

আরবপুরে ১ নং ওয়ার্ডে আ’লীগের সম্মেলন- সভাপতি ঠাকুর দাস, সম্পাদক আশরাফ।

স্টাফ রিপোর্টার :: যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কণ্ঠভোটে ঠাকুর দাস বিশ্বাস সভাপতি , আশরাফুল আলম সাধারন সম্পাদক এবং শ্রী জয়দেব বিশ্বাস যুগ্মসাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার বিকাল ৪ টায় সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড চাঁদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আরবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সহ-সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা আক্তার হুসাইনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি মোহিত কুমার নাথ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহ্বায়ক একরামুল কবির রবিউল। সম্মেলনটির উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক ঝন্টু।

প্রধান অতিথির বক্তব্যে মোহিত কুমার নাথ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এ জন্য আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ শক্তিশালী হলেই শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে। এ সময় তিনি স্থানীয় ও জেলা আওয়ামীলীগের একাংশের বিতর্কিত কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করেন।


প্রধান বক্তার বক্তব্যে শাহারুল ইসলাম , বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুল কাদেরের উদ্বৃতি দিয়ে বলেন “ওবাইদুল কাদের বলেছেন আমরা তৃণমূল কে সু সংগঠিত করার জন্য উপজেলা পর্যায়ে সম্মেলন দিয়েছি-সেই উপজেলা কমিটির নেতৃবৃন্দ যখন ইউনিয়নে কমিটি করতে যাচ্ছে ঠিক তার ১০০ গজের মধ্যে কে বা কারা পাল্টা সম্মেলন করছে এদেরও বিচার করা হবে” গেল ৩০ ডিসেম্বরে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনকে বাঁধাগ্রস্থ করার উদ্দেশ্যে পাল্টা সম্মেলনে যে ব্যক্তি প্রধান অতিথি হয়ে এসেছিলেন তাঁর পরিবারের কেউ আওয়ামীলীগ করেনা বলে মন্তব্য করেন এ নেতা। ৫১ জন লোক মাত্র এই কমিটির সদস্য হবে কিন্তু ভবিষ্যতে মিছিল করা লাগতে পারে মিটিং করা লাগতে পারে, রাজপথে শুয়ে থাকা লাগতে পারে তেমন নেতৃত্বই আজ নির্বাচিত করা হবে-যাদের ডাকে দলের ক্রান্তিলগ্নে রাজপথ আওয়ামীলীগের দখলে থাকবে।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দীন, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমান, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম জুয়েল , সাবেক সহ-সভাপতি সাইদুজ্জামান বাবু এবং আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ,যুবলীগ, মহিলা আওয়ামীলীগ,যুব মহিলা লীগ, ও ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ