আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫১

আর্জেন্টিনার জয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল-সেভেন আপ বিতরণ

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার জয়ে আনন্দ-উৎসবে মেতে উঠেছে নোয়াখালীর বিভিন্ন এলাকার ভক্ত-সমর্থকরা। রোববার (১১ জুলাই) সকালে খেলা শেষে জেলার কোম্পানীগঞ্জ, হাতিয়া, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিলে আনন্দ মিছিল ও সদর উপজেলায় সেভেন আপ (কোমলপানীয়) বিতরণের আয়োজন করেন আর্জেন্টিনার সমর্থকরা।

আর্জেন্টিনার সমর্থক সদর উপজেলার উত্তর ওয়াপদা এলাকার মো. হারুন বলেন, ‘দূর দেশে খেলা হলেও খেলার আমেজটা ছিল অন্যরকম। গত কয়েকদিন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগে এ নিয়ে পাল্টাপাল্টি পোস্টে খেলা নিয়ে সরগরম আলোচনা হয়। এখন লকডাউনে অন্য আয়োজন বন্ধ থাকায় প্রিয় দলের জয়কে স্মরণীয় করে রাখতে সেভেন আপ বিতরণ করছি।’ খেলা আনন্দের বিষয়, এ নিয়ে কেউ যেন সহিংসতায় না জড়ায় সেদিকে খেয়াল রাখতেও বলেন তিনি।

কোম্পানীগঞ্জের বসুরহাটের ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন লিটন বলেন, ‘দীর্ঘদিন পর প্রিয় দলের জয়ে নিজেকে সামলাতে পারিনি। তাই উপস্থিত সবাইকে নিয়ে উৎসবে মেতে উঠি। রাস্তায় আনন্দ মিছিলও করেছি।’

হাতিয়ার ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘ব্রাজিল সমর্থকদের তুচ্ছতাচ্ছিল্যের জবাব দিতে প্রিয় দল আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিল করেছি। সবাই মিলে আনন্দ উপভোগ করতে সকালের নাস্তারও আয়োজন করি।’

উল্লেখ্য, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ফুটবল তারকা লিওনেল মেসির দল আর্জেন্টিনা ২৮ বছর পর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিতল। এতে ভক্ত-সমর্থকদের মধ্যে বাঁধভাঙা আনন্দের জোয়ার উঠেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত