আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:২৪

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

আশুলিয়ায় আব্দুর রহমান (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

রোববার (১৫ জানুয়ারি) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুর রহমান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সীকান্দি গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পরিবার নিয়ে ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আব্দুর রহমান পেশায় মাদক কারবারি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান মাদক কারবারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ