আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:০১

ইজিবাইক চোর চক্রের ০৮ সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা

খান জাহান আলী 24/7 নিউজ: আন্ত:জেলা ইজিবাইক চোর চক্রের ০৮ সদস্য গ্রেফতার মামলার আলামত ০২ টি ইজিবাইক সহ মোট ০৮টি চোরাই ইজিবাইক উদ্ধার ও মাস্টার চাবি, তালা ভাংগার সরঞ্জাম, রং পরিবর্তন করার সরঞ্জাম জব্দ করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা।

এর আগে গত ০২ অক্টোবর ভোরে যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা সাকিনে নুর ইসলামের ইজিবাইক গ্যারেজের তালা ভেঙ্গে হত দরিদ্র ইজিবাইক চালক কলিম বিশ্বাস ও সাইফুল ইসলামের ২ টি ইজিবাইক চুরি করে নিয়ে যার অজ্ঞাতনামা চোরেরা।
খোজা খুঁজি করে না পেয়ে গত ০৫ নভেম্বর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিলে মামলা নং ১০(১১)২০২০ রুজু হয়।

যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর দিক নির্দেশনায় অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের তত্ত্বাবধানে ডিবির ওসি সোমেন দাশের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম, সোলাইমান আক্কাস, শামীম হোসেন, চন্দ্র কান্ত গাইন ও অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ের একটি চৌকশ টিম গোপন সুত্রের ভিত্তিতে পাল বাড়ী ভাস্কর্য মোড়ে ০৬ নভেম্বর সন্ধ্যায় অভিযান পরিচালনা করে মাস্টার চাবিসহ ০৫ ইজিবাইক চোরের সদস্যকে গ্রেফতার করে।


তাদের স্বীকারোক্তি মতে আরো ৩ সদস্যকে গ্রেফতার করে কেএমপি খুলনার হরিনটানা ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাদীর চুরি যাওয়া ২ টি ইজিবাইক সহ চোরাই মোট ০৮টি ইজিবাইক উদ্ধার করা হয়।

জব্দ করা হয়, চুরি কাজে ব্যবহৃত তালা ভাঙ্গার রড, রং পরিবর্তন করার সরঞ্জাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত