আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:২৫

ইট ভাটা থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরির অভিযোগে, বিএনপির ২ নেতা বহিস্কার।

কোটচাঁদপুরে বিটুমিন চুরির অভিযোগে গ্রেফতার হওয়া পৌর বিএনপির ২নম্বর ওয়ার্ডের নেতা মোমিনুর রহমান হিরা ও আকরাম হোসেনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত মঙ্গলবার পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক সোলায়মান হোসেন দুলুর সাক্ষরিত ফেসবুক পোস্টে দেয়া এক পত্রে দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। পত্রে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য পৌর বিএনপি’র মোমিনুর রহমান হিরা ও আকরাম হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। কোটচাঁদপুর পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র সালাহ উদ্দিন বুলবুল সিডল দল থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত গত ১৯ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর শহর সংলগ্ন মইদুল মিয়ার পরিত্যক্ত ইটভাটা থেকে ৪০ ব্যারেল বাংলা বিটুমিন চুরি হয়। এ ঘটনায় ওইদিন সকালে ঠিকাদার ওলিয়ার রহমান খান থানায় এজাহার দেন। পুলিশ ২৩ ডিসেম্বর রাতে চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোমিনুর রহমান হিরা, আকরাম হোসেন ও শরিফুলকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জেলার হরিনাকুন্ডু উপজেলার বাবলু মিয়ার ইটভাটার পাশ থেকে চুরি হওয়া ৪০ ব্যারেল বাংলা বিটুমিন উদ্ধার করে। ২৪ ডিসেম্বর চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদেরকে জেলহাজতে পাঠানো হয়।

আরো সংবাদ