আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:২২

ইমাম-মুয়াজ্জিন-মুছল্লিদের মাঝে শাহারুল ইসলামের মাস্ক ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

খানজাহান আলী 24/7 নিউজ ।। যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলামের উদ্যোগে মাস্ক ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আরবপুরে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মুছল্লিদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।

এ সময় ইমাম,মুয়াজ্জিন ও মুছল্লিরা এ আয়োজন ও উদ্যোগের প্রশংসা করেন।

এ বিষয়ে শাহারুল ইসলাম বলেন, করোনার ২য় ধাপ মোকাবিলায় সারাদেশে লকডাউন চলিতেছে। গত দুই সপ্তাহ ধরে সামাজিক দূরত্ব কার্যকর করার জন্য যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। আরবপুর ইউনিয়নে লকডাউন চলছে। আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

এ সময় আরো উপস্থিত ছিলেন, যশোর কোতয়ালি থানার এস আই কামাল। ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শওকত হোসেন, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্জ্বল হোসেন, ব্যবসায়ী জাহিদ হাসান ডালিম প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত