আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:১০

ইয়াবা ব্যবসায়ী স্বামী স্ত্রী,স্বামী পুলিশের হাতে আটক স্ত্রী পালিয়ে গেলো।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া গাইদগাছি গ্রাম থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজিম উদ্দিন ওরফে সেন্টু খাঁন (৪২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সেন্টু ওই গ্রামের মৃত আজিজ খাঁনের ছেলে। এ সময় সেন্টুর স্ত্রী জেসমিন আক্তার (৩৫) কৌশলে পালিয়ে যায়।

ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাশ জানিয়েছেন, গত বৃহস্পতিবার গোপন সূত্রে সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে সেন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান সংবাদ পেয়ে আগেই সেন্টুর স্ত্রী জেসমিন আক্তার সটকে পড়ে। তবে এই ঘটনায় কোতয়ালি থানায় দুইজনের নামে মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত