আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২৬

ঈদ উপলক্ষে সেমাই-চিনি বিতরণ করলেন নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী তুহিন।

খানজাহান আলী 24/7 নিউজ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যশোর সদর উপজেলাধীন নওয়াপাড়া ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে সেমাই-চিনি বিতরণ করেছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।  

নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর তুহিনের উদ্যোগে রবিবার (৯ মে) বিকেলে ইউনিয়নের তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি ওয়ার্ডের নেতাদের মাঝে এসব সেমাই-চিনি হস্তান্তর করেন তারা।

কোভিড-১৯ ও লকডাউন পরিস্থিতিতে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রমের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর তুহিন।

ইতিমধ্যে করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ। শীতে শীতবস্ত্র বিতরণ। কর্মহীনদের ইজিভ্যান বা সেলাইমেশিন বিতরণ। ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে নন্দিত নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর তুহিন। সুসম বন্টনের উদ্দেশ্যে তিনি এসব সেমাই-চিনি প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে হস্তান্তর করেন।

এসময় যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষদের মধ্যে সেমাই-চিনি বিতরণ ছাড়াও করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রমের জন্য ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবীর তুহিনকে ধন্যবাদ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার আমলে ঈদে দুস্থ ও অসহায় মানুষ সবথেকে বেশি ত্রাণ সহায়তা পায়। এছাড়াও মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে নগদ টাকা দেওয়া হচ্ছে। ৩৩৩ ও হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য ফোন করা অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে।

হুমায়ুন কবীর তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার ও যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ এবং সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলামের নির্দেশনায় অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ কর্মসূচি চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির তুহিন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তৌফিক আহমেদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ