আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:২১

উজিরপুরে চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বরিশাল প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যার দিকে উজিরপুরে এ ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে এলে রাত সোয়া ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক ডা. ইফাদ আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার (এসপি) সাইদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এর আগে ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু ভিজিএফ’র চাল বিতরণ না করে গোডাউনে মজুদ করে রাখেন বলে অভিযোগ করা হয়।
২৮ আগস্ট স্থানীয় জনতা সাত বস্তা চাল জব্দ করে। পরে উপজেলা প্রশাসন গোডাউনে অভিযান চালিয়ে আরও ৩৮ বস্তা চাল জব্দ করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত