আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:০২

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর উত্তরা রবীন্দ্র সরণির আজমপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন আমির কমপ্লেক্সের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, এনামুল, হনুফা ও অনিক (১৮)।
রাজধানীর  উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণির আমির কমপ্লেক্সের সামনে আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটে। ডিএমপি’র উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে উত্তরা পশ্চিম থানার রবীন্দ্র সরণির আমির কমপ্লেক্সের সামনে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী  হনুফা নামের এক নারী ও এনামুল মারা যায়। এদের সঙ্গে থাকা অনিক (১৮) নামে এক কিশোরকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের এ কর্মকর্তা জানান, নিহতরা একে অপরের আত্মীয় কিনা তাদের বিস্তারিত পরিচয়  জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ