আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:১৫

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চ ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করুন : শাহারুল ইসলাম

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে, আগামী ১৪ই জুলাই, নৌকা মার্কায় নিরঙ্কুশ বিজয়ের লক্ষে

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান জননেতা শাহারুল ইসলাম এবং যশোর শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু শনিবার সকালে সাতবাড়িয়া ইউনিয়ন, ত্রিমোহনী ইউনিয়ন, হাসানপুর ইউনিয়ন, সাগদারি ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে দেখা করে ভোটার উপস্থিতি সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করেন। এবং বিকালে ৫ নং ইউনিয়ন মঙ্গলকোট ৬ নং ওয়ার্ড মাগুরা খালি বাজার, সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীদের সাথে নির্বাচনে করণীয় ও ভোট সংক্রান্ত আলোচনা করেন। এসময় প্রতিটি ইউনিয়নের কর্মীদের উদ্দেশ্যে বলেন স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ ভোটে আমাদের নৌকা প্রতীককে বিজয়ের মাধ্যমে কেশবপুর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্দিয়া চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেল, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম হিমু, দেয়াড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিচুর রহমান সহ ইউনিয়ন সভাপতি বজলুর রহমান সরদার ও সাধারণ সম্পাদক মাসুদ শানা, ৪ নং ওয়ার্ড সভাপতি রুস্তুম আলী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ, ৫ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুস সত্তার, ৬ নং ওয়ার্ড সভাপতি জামাল গাজী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, ৭ নং ওয়ার্ড সভাপতি শহিদুল গাজী ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ৮ নং ওয়ার্ড সভাপতি মোছলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, ৯ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিন্টু সরকার ও আওয়ামীলীগ নেতা লিটন মাষ্টার, শরীফ, সোবহান মোড়ল, সিদ্দিক গাজী, আমিনুর গাজী, নজরুল ইসলাম, যুবলীগের অন্যতম নেতা কামাল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ