আজ - শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৩০

উপজেলা পরিষদে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের জন্য দোয়া করেন এমপি শাহীন চাকলাদার

যশোর প্রতিনিধি: কেশবপুর (যশোর-৬) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বুধবার বিকালে উপজেলা পরিষদের মাসিক সভায় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য দোয়া করেন।

 

দোয়া শেষে তিনি কেশবপুর বাসীর উদ্দেশ্যে বলেন,
সমগ্র কেশবপুর উপজেলাকে ঢেলে সাজাতে চাই। রাস্তা-ঘাট-সহ সকল সেক্টরে উন্নয়ন করতে চাই। তবে কেশবপুরে কোন সন্ত্রাসীদের, চাঁদাবাজদের, মাদক ব্যাবসায়ীদের স্থান নেই। কেশবপুর হবে একটি স্বস্তি আর শান্তির উপজেলা। যেখানে কোন অনিয়ম-দূর্নীতি থাকবে না। সবকিছু চলবে একটি নিয়মের মধ্যে। সকল স্থানে চলবে আইনের শাসন।

তিনি আরো বলেন, কেশবপুরে ঐতিহ্য কালোমুখো হনমান রক্ষায় একটি অভায় অরন্য করা হবে। সেখানে হনুমানদের খাওয়ার জন্য পর্যাপ্ত গাছ লাগানো হবে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করা হবে। পরিত্যক্ত খাল বিলের কাজ করা হবে। কেশবপুর উন্নয়নের জন্য সকল প্রকার পদক্ষেপ নেয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, হাসানপুর ইউপি প্রভাষক জুলমাত আলী, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান প্রমুখ।

আরো সংবাদ