আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:২৫

এমপি শাহীন চাকলাদারের দীর্ঘায়ু কামনায় কেশবপুরে দোয়া অনুষ্ঠিত

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হওয়ায় হাসানপুর ইউনিয়নের ৭নং ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা শনিবার সন্ধ্যায় বগা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ ওবায়দুর রহমান ওহাবের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জি এম সিরাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ আব্দুল হান্নান, সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বৃহত্তর বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জি এম আলতাফ হোসেন, ডা. শাহাদাৎ হোসেন, মাস্টার নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রউফ, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুবলীগনেতা শফিকুল ইসলাম শেখ, শাজাহার আলী, শামীম হোসেন, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রায়হান সুমন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, হাসানপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির জি এম সাকি, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা, গৌরীঘোনা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম রবি, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এস এম মাসুদুর রহমান, উপজেলা যুবলীগনেতা হাসান, পৌর ছাত্রলীগনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ সিরাজুল ইসলাম। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, দলীয় নেতাকর্মীরা সক্রিয় থাকায় গত ১৪ জুলাই উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এই করোনার মাঝেও ১ লাখ ২৪ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ সময় তিনি সকল দলীয় নেতাকর্মীকে ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করার জন্য আহ্বান জানান। পরে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন উপজেলার ভান্ডারখোলা বাজার ও আটন্ডা বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

আরো সংবাদ