আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:৩৫

এসএসসির ফলাফল এসএমএসএ পৌঁছবে অভিভাবকদের মোবাইল ফোনে।

স্টাফ রিপোর্টার।। আগামীকাল সকল শিক্ষাবোর্ডের সঙ্গে একযোগে যশোর শিক্ষাবোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে দেশে এই প্রথমবারের মতো ফলাফল সরাসরি পৌঁছে যাবে শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নম্বরে। তাই ফলাফল পেতে কোনও শিক্ষার্থীকে ঘরের বাইরে বের হতে হবে না। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন।

বোর্ড চেয়ারম্যান জানান, ফলাফল পেতে টাকা খরচ করে এসএমএস করতে হবে না। বেলা ১২টার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পরই স্বয়ংক্রিয়ভাবে আগে থেকেই সংগৃহীত শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইলে নম্বরে বিস্তারিত ফলাফল পৌঁছে যাবে। আগামীতেই এ বোর্ডে ফলাফল প্রকাশের এ ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি।

যশোর বোর্ডের আওতায় ১০ জেলার দুই হাজার ৫২১ টি বিদ্যালয়ের এক লাখ ৬১ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী ২৮৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রী ৮১ হাজার ২৫ জন ও ছাত্র ৮০ হাজার ৬৭০ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত