আজ - শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪০

কক্সবাজারে খুলনা আওয়ামীলীগ নেতাকে গু,লি করে হ ত্যা।

খুলনার আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর গোলার রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সীগালের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত টিপু খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়ানা পাড়া এলাকার মো. গোলাম আকবরের ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত এক মিশুক চালক জানান, তিনি সমুদ্র সৈকতের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি গুলির শব্দ শুনতে পান এবং দেখেন একজন ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েছেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক এসএম শোয়াইব জানান, টিপুর মাথার বাম পাশ দিয়ে গুলি ঢুকে ডান কান বরাবর বের হয়েছে। এতে বড় ধরনের জখম হয় এবং হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, নিহত গোলার রাব্বানি টিপু খুলনার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল ঘিরে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত চলছে। তবে ঘটনার সময় টিপুর সঙ্গে আর কেউ ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গোলার রাব্বানি টিপু খুলনা সিটি করপোরেশনে দৌলতপুরের জনপ্রতিনিধি ছিলেন এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি কিছুদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষের হুমকির মুখে ছিলেন বলে জানা গেছে।

এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত