আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৫:০৭

করোনা ভাইরাস : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি।

আন্তর্জাতিক ডেস্ক।। করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪১ ব্যক্তির মৃত্যুর পর গতকাল (শুক্রবার) দেশের মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন তিনি।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, করোনাভাইরাসের কারণে আমেরিকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ কারণে তিনি আনুষ্ঠানিকভাবে একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করছেন।

একইসঙ্গে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবিলায় পাঁচ হাজার কোটি ডলারের বাজেট বরাদ্দের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, বড় অঙ্কের এ অর্থ দেশের মানুষ ও অঙ্গরাজ্যগুলোর জন্য ব্যয় করা হবে। সবাই মিলে এ রোগের বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় জানান ট্রাম্প।

আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের এক লাখ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. অ্যামি অ্যাকটন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা। আমেরিকায় করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও ঝুঁকি মোকাবিলায় ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত